জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন আলিম জুট মিল বাদে অন্যান্য পাটকলের শ্রমিকদের ‘জাতীয় মজুরি স্কেল-২০১৫’ অনুযায়ী চার সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের জন্য ৫৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
রোববার (৫ জুলাই) অর্থমন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ দেয়। এ অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেয়া হবে। এ অর্থ পরিচালন ঋণ বা অপারেশন লোন হিসেবে বরাদ্দ দেয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে শুক্রবার (৩ জুলাই) বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছিলেন, পাটকল শ্রমিকদের জুন মাসের মজুরি আগামী সপ্তাহে তাদের ব্যাংক হিসাবে পরিশোধ করা হবে।
উল্লেখ্য, পাটকল শ্রমিকরা নোটিশ মেয়াদের অর্থাৎ জুলাই-আগস্টের ৬০ দিনের মজুরিও উভয় মাসে যথারীতি পাবেন। পিএফ, গ্র্যাচুইটি ও গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ অবশিষ্ট সকল পাওনার ৫০ শতাংশ ব্যাংক হিসাবে এবং বাকী ৫০ শতাংশ সঞ্চয়পত্র আকারে সেপ্টেম্বর মাসের মধ্যে পাবেন। সব ক্ষেত্রেই মজুরি কমিশন-২০১৫ এর ভিত্তিতেই পাওনা হিসাব করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।