জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। আজ সকাল থেকে এই দুই ঘাটে যাত্রীদের বেশ ভিড় দেখা যায়। ফেরি ও লঞ্চে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন তারা।
ঘাট কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে ভিড় বেড়েছে। তবে শুক্রবার সকালে অনেক ভিড় দেখা যায়। শনিবার দুপুরের পর যাত্রীদের ভিড় আরও বাড়তে পারে। কারণ শনিবার সব গার্মেন্টস ছুটি হবে।
শুক্রবার পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কর্মজীবী শত শত মানুষ ফেরি ও লঞ্চে নদী পারাপার হয়ে নিজ নিজ গন্তব্যের দিকে যাচ্ছেন। লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধে নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা অফিসের (বিআইডব্লিউটিসির) ডিজিএম খালিদ নেওয়াজ জানান, শুক্রবার সকাল থেকে ঈদ করতে বাড়ি ফেরা যাত্রীদের চাপ অনেকটা বেশি দেখা যাচ্ছে। শনিবার থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।