‘তারা শুধু ঘেউ ঘেউ করে, কামড়ায় না’ : প্রকাশ রাজ
বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পাঠান’। মুক্তির পরপরই সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির আগে তুমুল বিতর্ক আর হিন্দুত্ববাদী সংগঠনের বয়কট উপেক্ষা করে ‘পাঠান’ এখন বলিউডের শীর্ষ আয়কারী চলচ্চিত্র। সম্প্রতি পাঠানের সাফল্যে বয়কট ঘোষণাকারীদের একহাত নিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ।
কেরালায় একটি সাহিত্য উৎসবে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন প্রকাশ রাজ। যারা ‘পাঠান’কে বয়কট করতে এবং বক্স অফিসে সিনেমাটি ব্যর্থ হিসেবে দেখতে চেয়েছিলেন তাদের সমুচিত জবাব দিলেন এই অভিনেতা। তার মতে, যারা ‘পাঠান’কে আটকাতে ‘ঘেউ ঘেউ’ করেছে, তারা নিজেরাই সম্পূর্ণ ব্যর্থ। অভিনেতা সিনেমাটির বক্স অফিস সংগ্রহের দিকেও ইঙ্গিত করে বয়কটকারীদের কটাক্ষ করেন।
কেরালায় মাতৃভূমি ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব লেটারসে যোগ দিয়েছিলেন প্রকাশ রাজ। অভিনেতা কবির বেদী, অমিতাভ ঘোষ এবং সুধা মূর্তিসহ উৎসবে আমন্ত্রিত বক্তাদের মাঝে একজন ছিলেন প্রকাশ রাজ। অনুষ্ঠানে নিজের বক্তব্যের মাঝে পাঠানের সাফল্য তুলে ধরে প্রকাশ বলেন, “তারা ‘পাঠান’কে নিষিদ্ধ করতে চেয়েছিল। এটি ইতিমধ্যে ৭০০ কোটি রুপি কামিয়েছে। এই বোকারা যারা ‘পাঠান’কে নিষিদ্ধ করতে চেয়েছিল, তারা ৩০ কোটি রুপিতে মোদির চলচ্চিত্র চালায়নি। তারা শুধু ঘেউ ঘেউ করে, কামড়ায় না। এগুলো শুধুই শব্দদূষণ করতে পারে।”নিজের বক্তব্যে বয়কটকারীদের পাত্তা না দেওয়ার পরামর্শও দেন এই অভিনেতা। এ ছাড়া গত বছরের শেষদিকে পাঠানের গান বিতর্কে দীপিকার প্রতি সমর্থন জানিয়ে টুইট করেছিলেন প্রকাশ রাজ।
‘পাঠান’ মুক্তির আগে সিনেমাটির ‘বেশারাম রং’ গানটি নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়ে পড়ে ভারতে। সিনেমাটি বয়কটের ডাক দেয় ভারতের কিছু হিন্দুত্ববাদী সংগঠন। এমনকি শাহরুখের শুটিং সেটও ঘেরাও করে তারা। কিছু রাজনীতিবিদও গানটিতে দীপিকার পোশাক, বিশেষ করে তার বিকিনির রং নিয়ে আপত্তি করেছিলেন। অনলাইনে সিনেমাটি বয়কটের একাধিক ডাক দেওয়া হয়েছিল। তবে এসব বিতর্কের মাঝেই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৫ জানুয়ারি মুক্তি পায় এবং বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয়।সূত্র : হিন্দুস্তান টাইমস
ইউএনও হচ্ছেন অভিনেত্রী সাবিলা নূর!