‘পাঠান’ সিনেমার জন্য প্রথমবারের মত বন্ধ করে দেওয়া হয়েছিল বুর্জ খলিফার রাস্তা!
বিনোদন ডেস্ক: বক্স অফিসে ‘পাঠান’ সিনেমার জয়যাত্রা যেন থামছেই না। ভারতের পাশাপাশি বিশ্বব্যাপীও হিন্দি সিনেমা হিসেবে একের পর এক রেকর্ড ভাঙছে শাহরুখ খানের ‘পাঠান’। সম্প্রতি সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, ‘পাঠান’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করার জন্য বুর্জ খলিফার রাস্তা প্রথমবারের মত বন্ধ করে দেওয়া হয়েছিল! খবর এনডিটিভি নিউজ।
‘পাঠান’ সিনেমায় গল্পের প্রয়োজনে পুরো সিনেমা জুড়েই অ্যাকশন দৃশ্যের শুটিং করা হয়েছে। ‘ওয়ার’ ও ‘ব্যাং ব্যাং’ এর মত অ্যাকশন ঘরানার সিনেমা পরিচালনা করা পরিচালক সিদ্ধার্থ ‘পাঠান’ এর অ্যাকশন দৃশ্য নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান।
সিনেমায় অ্যাকশন দৃশ্যগুলোর মধ্যে ট্রেনে জন এবং শাহরুখের যে অ্যাকশন দৃশ্য রয়েছে সেটি শুট করা সবচেয়ে কঠিন ছিল বলেও মন্তব্য করেন তিনি।
বুর্জ খলিফার শুটিং বিষয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেন, “সিনেমার যে অ্যাকশন দৃশ্যে জন আব্রাহাম হেলিকপ্টার থেকে নামেন সেটি বুর্জ খলিফার সামনের রাস্তায় শুট করা হয়েছে। এখানে কোনো হলিউড সিনেমাও আজ পর্যন্ত শুটিং করেনি।”
“প্রথমদিকে এই শুটিং অনেকটা অসম্ভব মনে হচ্ছিলো। কিন্তু দুবাই পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার কারণে তা সম্ভব হয়েছে,” বলেন তিনি।
‘পাঠান’ সিনেমার শুটিং এর আগে বুর্জ খলিফার সামনের রাস্তাটি নির্দিষ্ট সময়ের জন্য নোটিশ দিয়ে আটকে দেওয়া হয়।
পরিচালক সিদ্ধার্থ আরও বলেন, “বুর্জ খলিফার আশেপাশে থাকা আমার পরিচিত ব্যক্তিরা জানায়, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে তারা একটি নির্ধারিত সময়ের জন্য ভবনটির পাশের রাস্তা দিয়ে চলাচল না করে। পরে আমি জানতে পেরে অবাক হই যে, এটা আমার সিনেমার জন্যই!”
অন্যদিকে দেশটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলিউডের ‘কিং খান’ নিজেও দুবাইয়ে শুটিংয়ের স্মৃতি স্মরণ করেছেন।
শাহরুখ খান বলেন, “দুবাই আমার জন্য এবং বলিউড থেকে যারা শুটিং করতে যায় তাদের সকলের জন্যই খুবই আন্তরিক একটি দেশ। দুবাই ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই বিচক্ষণ এবং এখানেই সবচেয়ে বেশি আন্তর্জাতিক সিনেমার শুটিং হয়ে থাকে। দেশটিতে অভিনয় করার অভিজ্ঞতা বরাবরই ভালো।”
মুক্তির মাত্র ১৭ দিনে সিনেমাটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে দখল করেছে বলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমার রেকর্ড।
তবে, ‘পাঠান’ সিনেমার অসাধারণ সাফল্যের পেছনে শাহরুখের স্টারডমকে কারণ হিসেবে দেখছেন অনেকেই।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন বলিউড বাদশাহ। প্রায় চার বছর পর ‘পাঠান’-এর মাধ্যমে রাজকীয় এ প্রত্যাবর্তন করলেন এ সুপারস্টার।
৭ কেজি স্বর্ণের জন্য চ্যালেঞ্জ নিয়ে যা করলেন অপু বিশ্বাস ও মিম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।