স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত এশিয়া কাপ ক্রিকেটে ব্যাট হাতে নিজের ছায়া হয়ে ছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। যার ফলে আসরের মাঝ পথেই টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষস্থানচ্যুত হন তিনি। পুরো এশিয়া কাপে ৬ ইনিংস থেকে করেছেন মাত্র ৬৮ রান। যা তার নামের পাশে বেশ বেমানান। এরপরও আলোচনায় আছেন পাকিস্তান অধিনায়ক। কারণ তার বিখ্যাত কাভার ড্রাইভ জায়গা করে নিয়েছে পাকিস্তানের পাঠ্যবইয়ে।
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরে যায় পাকিস্তান। তার পরও হাজার সমালোচনার মাঝেও কিন্তু বাবরকে নিয়ে পরীক্ষার প্রশ্ন নিয়ে বেশ আলোড়ন নেটপাড়ায়। প্রতিপক্ষ বোলারদের পক্ষে বাবরকে আউট করার মতোই কি কঠিন সেই প্রশ্ন?
কাভার ড্রাইভ হলো অফ স্টাম্পের বাইরের বলে সামনের পায়ের গতানুগতিক মুভমেন্ট আর কবজির মোচড়ের মিশেলে দারুণ টাইমিংয়ে করা শট, যা বেরিয়ে যায় কাভার অঞ্চল দিয়ে। বাবর আজমের এই শট নিয়ে ক্রিকেট রোমান্টিসিস্টদের আলোচনা হয় বেশ। এতটাই যে, তার এই কাভার ড্রাইভ এবার শিক্ষার্থীদের বিজ্ঞান শেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে।
বাবরের ড্রাইভ বিশ্বব্যাপী বিখ্যাত। বিশেষজ্ঞদের মতে তার কাভার ড্রাইভ স্টিভ স্মিথ, বিরাট কোহলি এবং আরও অনেকের পছন্দের উপরে স্থানে রয়েছে। বাবরের সেই কাভার ড্রাইভ এখন দেশটির নবম শ্রেণির পদার্থবিজ্ঞানের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পদার্থবিজ্ঞানের একটি প্রশ্নে বলা হয়েছে, বাবর আজম ১৫০ জুল কাইনেটিক শক্তি নিয়ে তার ব্যাট দিয়ে বলকে আঘাত করে কাভার ড্রাইভ খেলেন।
ক) বলের ভর যদি ১২০ গ্রাম হয়, তাহলে বলটা সীমানায় কেমন গতিতে যাবে?
খ) ৪৫০ গ্রাম ভরের একটি ফুটবলকে একই গতিতে ছোটাতে হলে একজন ফুটবলারকে কেমন কাইনেটিক শক্তিতে বলে লাথি দিতে হবে?’
Babar Azam’s cover drive related question in 9th grade physics syllabus (federal board) (via Reddit) pic.twitter.com/I2Tc9HldsG
— Shiraz Hassan (@ShirazHassan) September 13, 2022
বাবরের এই শট নিয়ে আলোচনা আগেও ছিল বেশ। তবে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর থেকে আলোচনা বেড়ে গেছে কয়েক গুণে।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি বাবরের দুর্দান্ত ড্রাইভের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের পর প্রথম বারের মতো ২০২২ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল । কিন্তু নিরাশ করেছে পাকিস্তান। টুর্নামেন্টের শুরু থেকে পাকিস্তানকে ফেভারিট মনে করা হচ্ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।