পাড়ার এক দাদার প্রেমে মগ্ন নায়িকা শুভশ্রী


বিনোদন ডেস্ক: পাশের বাড়ির ‘বাবাই’ দার (ঋত্বিক চক্রবর্তী) প্রেমে হাবুডুবু অবস্থা মেহুলের (শুভশ্রী গঙ্গোপাধ্যায়)। সে নিজে গিয়েই নানান অছিলায় ‘বাবাই’দার মায়ের কাছে পাত্রীর সন্ধান দিতে থাকে। বাবাই দা ও তাঁর মায়ের মন পেতে নানান কাণ্ড ঘটাতে থাকে মেহুল।

কী করে যে সে বাবাই দাকে তার ভালোবাসার কথা বলবে বুঝেই পায় না মেহুল। ক্রমে ইনিয়ে বিনিয়ে বাবাই দা কে প্রেম নিবেদন করেই বসে। তবে এরই মাঝে ঘটে যায় এক দুর্ঘটনা। মেহুলকে তার মা এসে জানায় বাবাই আত্মহত্যা করেছে। কিন্তু কেন? কী এমন ঘটলো তার সঙ্গে?

এসব প্রশ্নের উত্তর পেতে আরও একটু অপেক্ষা করতেই হবে। তবে আপাতত রাজ চক্রবর্তীর পরিণীতার ট্রেলারে মেহুল আর তার বাবাই-দার মিষ্টি একটা সম্পর্কের আভাস পাওয়া যেতে পারে। বহস্পতিবারই প্রকাশ্যে এসেছে রাজ চক্রবর্তীর এই ছবির ট্রেলার।

আগামী অগস্টে মুক্তি পাবে এই ছবি। প্রসঙ্গত বিয়ের পর এটাই রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এটাই প্রথম ছবি। এই ছবিতে ঋত্বিক-শুভশ্রী ছাড়াও দেখা যাবে গৌরব চক্রবর্তী ও আদৃতকে। আগামী অগস্ট মাসে মুক্তি পাবে এই ছবি।

Previous Article

কুবিতে হোমনা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি

Next Article

বাংলাদেশে-পাকিস্তান ম্যাচের আগে যা বললেন সরফরাজ