জুমবাংলা ডেস্ক : দেশব্যাপী পরিকল্পিত নাশকতা ও ডাকাতি প্রতিরোধে এলাকা ভিত্তিক কমিটি করে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় একবার করে মসজিদের মাইকে জনগণকে সচেতন করতে হবে।
এ ছাড়া আজ থেকে প্রতি ওয়াক্ত আযানের সময় মসজিদের মাইকে এ ঘোষণা দিতে হবে।
অন্তর্বর্তী সরকারের মনোনীত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের অ্যাড-হক কার্যালয় থেকে আজ জারি করা এক সতর্ক বার্তায় এ আহ্বান জানায়।
আজ রাতে বঙ্গভবনে তাঁর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে।
সতর্ক বার্তায়, একটি স্বার্থান্বেষী ও সন্ত্রাসী মহল কর্তৃক প্ররোচিত একটি গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিত নাশকতা চালাচ্ছে বলে স্থানীয়দের নিজেদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
মসজিদের মাইকে যে ঘোষণাটি দিতে হবে তা হলো, ‘প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন পাড়ায় পাড়ায় এখন ডাকাতি এবং ধর্ষণ হচ্ছে। এছাড়াও কুচক্রী ও সন্ত্রাসী মহলের ইন্ধনে একটি দল দেশে নৈরাজ্য তৈরি করার জন্য পরিকল্পিতভাবে নাশকতা করছে। তবে আমাদের আতঙ্কিত না হয়ে একত্রিত হতে হবে। গত কিছুদিনে আমরা যেভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির-বাড়ীতে হামলা প্রতিরোধ করেছি, যেভাবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা মিলে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, ঠিক একইভাবে আমরা এই জালিম ডাকাতদল ও কুচক্রী মহলকে প্রতিহত করবো।’
বার্তায় বলা হয়, ‘আমরা সবাই মিলে ডাকাত প্রতিরোধ কমিটি করে, এলাকায় কমপক্ষে ২০ জনের দল গঠন করে পাহারার ব্যবস্থা করবো। নিজেদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসবো।’
এ বিষয় নিয়ে (এলাকার কমপক্ষে ৩ জন দায়িত্বশীল তরুণ ও প্রবীণ ব্যক্তির নাম) সবার সঙ্গে নামাজের পর আলোচনা করতে হবে।
https://inews2.zoombangla.com/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87-%E0%A6%8B%E0%A6%A3-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC-2/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।