পাতলা কোমরে নেচে উত্তেজনা ছড়ালেন স্বপ্না চৌধুরী, দেখে সবাই বলছেন-“তুমিই সেরা”

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটি সর্বাপেক্ষা দ্রুত ভাইরাল হচ্ছে, সেটি হল ভারতীয় সেক্সি যুবতীদের সাহসী ডান্সের ভিডিও। বিশেষ করে ভারতীয় তরুণীদের বোল্ড পারফরম্যান্স মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় একটি আলাদা মাত্রা পেয়েছে হরিয়ানভি নৃত্যশিল্পীরা। ভরা স্টেজে তাদের উষ্ণতম ডান্স স্টেপ গুলি তরুণদের হৃদয়ে দোলা দিচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরে। শুধু তাই নয়, হরিয়ানভি নৃত্যশিল্পীদের হট ড্রেস এবং কার্ভি ফিগার দেখে নিয়ন্ত্রণ হারাচ্ছেন তরুণরা।

যদি হরিয়ানাভি ডান্সের কথা বলি, সেক্ষেত্রে বিগত বেশ কয়েক বছর ধরে নিজের গান এবং নাচের মাধ্যমে হরিয়ানার ডান্সিং কুইন স্বপ্না চৌধুরী কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন। মূলত, তার গান এবং সাহসী ডান্সের জন্য কোটি কোটি ভক্ত রয়েছে সারা ভারতে। হরিয়ানার নৃত্যশিল্পী ও গায়িকা স্বপ্নার স্টেজ-শো দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। যারা স্বপ্না চৌধুরীর পাগল করা নৃত্য উপভোগ করেন এবং উষ্ণতা অনুভব করেন। ফলে স্বপ্না চৌধুরীর নতুন কোন নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার নজরে আসা মাত্রই তা ভাইরাল হয়ে পড়ে চোখের পলকে।

অ.ন্ত.র.ঙ্গ দৃশ্যে অভিনয়ের পর যা হলো রুক্মিণীর সঙ্গে

বর্তমানে হরিয়ানার এই নৃত্য শিল্পীর একটি সাহসী নাচের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে ইউটিউবে। যেখানে তাকে হরিয়ানার জনপ্রিয় গান তথা ‘সুথরি সে তু সুথরি সে’- তে মোহনীয় ভঙ্গিমায় নাচতে দেখা গেছে। ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নীল রঙের টাইট স্যুটে শরীরের প্রত্যেকটি খাঁজ দেখিয়ে উত্তেজনাপূর্ণা ডান্স করছেন স্বপ্না চৌধুরী। যা দেখার পর উপস্থিত দর্শকদের মধ্যেও দেখা যাচ্ছে চরম উত্তেজনা। আপনারা জানলে অবাক হবেন, কয়েক বছর আগে ইউটিউবে শেয়ার করা এই ভিডিওটি ১০ লক্ষের বেশি মানুষ উপভোগ করেছে। আপনাদের জন্য রইল অবসরে সময় উদযাপন করার সেরা ভিডিও-

sapna Chaudhary I Suthari se Tu I Latest Haryanvi Songs ¦ New Haryanvi Song I Tashan Haryanvi