বিনোদন ডেস্ক: এক সময় ব্যাট হাতে ২২ গজ শাসন করেছিলেন তিনি। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। তবে ‘দাদাগিরি’র মঞ্চে বরাবরই দেখা মেলে এক অন্য সৌরভের। আর সে জন্যই ‘দাদাগিরি’ সবার এতো প্রিয়।
শনিবার (২৫ ডিসেম্বর) ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়েছিলেন কলকতার জনপ্রিয় নায়ক দেব। টিম ‘টনিক’-এর পক্ষ থেকে যোগ দিয়েছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, তুলিকা বসু, নীল মুখোপাধ্যায়রা।
এদিন দেব আচমকাই সৌরভের সামনে প্রশ্ন রাখেন, তার জীবনের টনিক কী? স্ট্রেট ব্যাটে খেলে দাদার জবাব, ‘একটা সময় আমার জীবনের টনিক ছিল ক্রিকেট। তবে এখন সেটা পালটে গেছে। এখন আমার জীবনের তিনটে টনিক। আমার মা, স্ত্রী, মেয়ে। এরপর মধ্যে তৃতীয়জন সবার আগে… আমার মেয়ে। যদিও মেয়ে আমাকে পাত্তা দেয় না। এখন ২০ হয়ে গেছে তো’।
অন্যদিকে দেবের জীবনের টনিক কী? এই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘সিনেমা হলের বাইরে নিজের ছবির নামের পাশে হাউজফুল বোর্ড দেখা’। যদিও খোঁচা দিয়ে পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আসল টনিকটার নাম বলছে না’। এই কথা শুনে মুচকি হাসেন দেব। পরাণ বন্দ্যোপাধ্যায়ের ইশারা যে আদতে রুক্মিনীর দিকে ছিলো তা বুঝতে অসুবিধা হয়নি কারো।
উচ্চশিক্ষার জন্য আপাতত লন্ডনে আছেন সৌরভ কন্যা সানা। গ্লোবাল বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সৌরভ-ডোনার একমাত্র মেয়ে। সানাকে ভর্তি করতে সৌরভ ও ডোনা দু’জনেই গিয়েছিলেন লন্ডনে। মেয়ে আর বউয়ের সাথে সেই সময় একাধিক ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সৌরভ। আপাতত মেয়ের সাথে ডোনা লন্ডনেরই বাসিন্দা। বিদেশ বিভুঁইয়ে মেয়েকে একা ছাড়তে মন চায়নি বাবার, তাই ডোনাও এখন সে দেশে, দাদাগিরির মঞ্চেই সৌরভ নিজেই একথা জানিয়েছিলেন।
এদিকে ক্রিকেট সংশ্লিষ্ট হিসেবে সময়টা একটু খারাপই যাচ্ছে সৌরভের। ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্ক চরমে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কোহলি বলেন, নির্বাচকরা মিটিং করার ঘণ্টা দেড়েক আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের টেস্ট সিরিজ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে। এরপর আমাকে বলা হয় পাঁচ নির্বাচক সিদ্ধান্ত নিয়েছে যে, আমি যেন ওয়ানডে অধিনায়ক না থাকি। তখন আমি বললাম ঠিক আছে। এই বিষয়গুলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দল ঘোষণার পর আমাকে বলা হয়েছে। আমি আবারও বলছি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে আমার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়নি।
কোহলির এমন মন্তব্যের পর বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, কোনো মন্তব্য করতে চাই না। আমরা এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টা বিসিসিআইয়ের ওপর ছেড়ে দিন। কোহলির সব ভালো কিন্তু সে অনেক ঝগড়াটে।
কোহলি এবং গাঙ্গুলির মধ্যে কাদা ছোড়াছুড়ি দেখতে চাইছেন না ভারতের কিংবদন্তি দুই খেলোয়াড় কপিল দেব এবং সুনিল গাভাস্কার। গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে দেশের ক্রিকেটের এই পরিস্থিতির দ্রুত অবসানের দাবি জানিয়েছিলেন কপিল। তিনি বলেন, এই মুহূর্তে একে অপরের দিকে আঙুল তোলা মোটেও ভালো নয়। দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হতে যাচ্ছে। অনুগ্রহ করে সেদিকে মনোযোগ দেওয়া হোক। বোর্ড সভাপতি তো বোর্ড সভাপতিই।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
কোহলির বিস্ফোরণ মন্তব্যের পর কড়া হুশিয়ারি দিলেন সৌরভ গাঙ্গুলী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।