জুমবাংলা ডেস্ক : জেলেদের চাল চুরির অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে বহিষ্কার করা হয়েছিল। এবার তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ মঙ্গলবার রাতে এক সভায় ওই চেয়ারম্যানকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে। চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বর্তমানে বরগুনা কারাগারে রয়েছেন।
পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাবের হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, কাঁকচিড়া ইউনিয়নের কার্ডধারী জেলেদের জন্য বরাদ্দকৃত সাড়ে ২৭ মেট্রিক টন চাল আত্মসাৎ করেছিল চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। এ ঘটনায় ৪ এপ্রিল দুপুরে নৌবাহিনীর সহায়তায় ওই চেয়ারম্যানকে গ্রেফতার করে বরগুনা ডিবি পুলিশ।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবির জানান, ঘটনাস্থল পরিদর্শন ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে তারা এ অনিয়মের সত্যতা পেয়েছেন।
তিনি আরও জানান, চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু তার ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত ৪৪ মেট্রিক টন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ মেট্রিক টন চাল বিতরণের সঠিক প্রমাণ দিতে পেরেছেন। বাকি সাড়ে ২৭ মেট্রিক টন চাল ৯১৬ বস্তা বিতরণের সঠিক প্রমাণ তিনি দিতে পারেননি।
মোস্তফা গোলাম কবির জানান, চাল আত্মসাতের ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা চলমান রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে। বর্তমানে তিনি বরগুনা জেলা কারাগারে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



