জুমবাংলা ডেস্ক : কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কুটুম্বপুর গ্রামের মো. মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন আরাফাত (৭) ও একই ইউনিয়নের নাওতলা গ্রামের মৃত মো. নুরুল ইসলামের ছেলে মো. নিরব আহমেদ (৮)। নিহতরা সম্পর্কে খালাতো ভাই।
জানা যায়, রবিবার দুপুরে দুজন পরিবারের সদস্যদের অগোচনে পুকুরে পরে যায়। স্থানীয়রা টের পেয়ে পানি থেকে তুলে তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তার মেহনাজ আক্তার তাদের মৃত ঘোষণা করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দুজন শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন তাদের অভিভাবকরা। তবে শিশু দুটি হাসপাতালে আনার আগেই মারা যায়।
চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল বাশার জানান, মৃত্যুর বিষয়টি অন্য মাধ্যমে শুনেছি। এটি খুবই মর্মান্তিক ঘটনা। স্থানীয়রা কেউ থানায় খবর দেয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।