জুমবাংলা ডেস্ক: পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়ে চাঁদপুরে আজ দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শুরু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক অনঞ্জনা খাঁন মজলিস।
তিনি বলেন, পানিতে পড়ে শিশু মৃত্যু বিষয়ে গবেষণা হওয়া উচিৎ। পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পানিতে ডুবে শিশুর মৃত্যু একটি পরিবারের জন্য খুবই দুঃখজনক। পরিবারে মানবিক বিপর্যয় নেমে আসে।
সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সমষ্টি আয়োজনে গণমাধ্যম কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ঈসা রুহুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন- সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক।
প্রশিক্ষণের সমন্বয়ক আলম পলাশ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন সচেতনতা। বর্ষা মৌসুমে এই ধরনের ঘটনা বেশি হয়। ছোট বয়স থেকেই শিশুদেরকে সাঁতার শিখাতে হবে। পানির খুবই কাছে শিশুদের খেলাধুলা করতে দেয়া যাবে না। পানিতে ডুবে শিশুর মৃত্যুর পরিসংখ্যান তৈরি করা দরকার।
প্রশিক্ষণের জাতীয় স্থানীয় গণমাধ্যমের ২৫ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।