পানিতে ভাসছিল হাবিবার দেহ, ডুবেছিল আব্দুর রহমান

কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টায় উপজেলার দারোরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার দারোরা গ্রামের আক্তার হোসেনের ছেলে আব্দুর রহমান (৩) ও অপরজন প্রতিবেশী নজরুল ইসলামের মেয়ে হাবিবা আক্তার (২)।

জানা যায়, পরিবারের লোকজন হাবিবাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর পাড়ে গিয়ে দেখেন তার লাশ ভাসছে। লাশ দেখে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। অপরদিকে, খোঁজাখুঁজি শুরু হয় শিশু আব্দুর রহমানকে। পরিবারের লোকজন সন্দেহ করে পানিতে নেমে তাকেও খুঁজতে থাকে। কিছুক্ষণ পর পানির নিচ থেকে মরাদেহ উদ্ধার করে আব্দুর রহমানের।

দারোরা ইউপি চেয়ারম্যান শাহজাহান বলেন, ধারণা করা হচ্ছে পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়েই ওই দুই শিশু পুকুর পাড়ে যায়। ঘাটলা থেকে পড়ে গিয়েই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।