পানিবন্দি পরিবারের পাশে আ’লীগ নেতা

পানিবন্দি পরিবারের পাশে আ’লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা পশ্চিমে পাঁচশ পানিবন্দি পরিবারের মাঝে এক হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর-রশিদ ফরিদ।

পানিবন্দি পরিবারের পাশে আ’লীগ নেতাশুক্রবার (০৬ অক্টোবর) দুপুরে টানা দুই দিনের বৃষ্টিতে পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের পানিবন্দি পাঁচশ পরিবাবের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে এ খাবার বিতরণ করেন তিনি ।

এ সময় স্থানীয় আ’লীগ নেতা মোস্তফা কামাল আকন্দ, দুলাল উদ্দিন, অ্যাডভোকেট মাহবুব আকন্দ, যুবলীগ নেতা মনিরুজ্জামান স্বেচ্ছাসেবলীগ নেতা মোজাম্মেল হকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার (০৫ অক্টোবর) ও শুক্রবার (০৬ অক্টোবর) হঠাৎ ভারি বর্ষনে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার পশ্চিম এলাকার কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ওইসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আ’লীগ নেতা হারুন-অর-রশীদ ফরিদ।

পানিবন্দি পরিবারের পাশে আ’লীগ নেতা-১নাম প্রকাশে স্থানীয় করেজন জানান, দুই দিন যাবত ঘরে পানিবন্দি অবস্থায় থাকলেও কোনো নেতাকর্মী আমাদের খোঁজ নিতে আসেনি। নির্বাচন আসলে প্রত্যেক প্রার্থী ও নেতাকর্মীরা সকাল-বিকাল বাড়িতে এস ভীড় করে। তারা প্রতিধশ্রুতি দিয়ে যায় নির্বাচিত হলে আমাদের বিপদে পাশে থাকবে। আমরা পানিবন্দি অবস্থায় দুই দিন ঘরবন্দি হয়ে থাকলেও কোনো জন প্রতিনিধিকে পাশে পায়নি। কিন্তু আ’লীগ নেতা হারুন-অর-রশিদ ফরিদ পাঁচশ পরিবার পানিবন্দি থাকার খবরে এক হাজার খাবার প্যাকেট নিয়ে আমাদের পাশে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অপরিকল্পিতভাবে শিল্প কারখানা গড়ে উঠায় এবং পাশের লবলং খাল ভরাট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই ওই এলাকার পাঁচশ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। স্থানীয় কাউন্সিলর ও পৌরসভার মেয়র একটু দৃষ্টি দিলেই ওই পরিবারগুলো এ দুর্ভোগ থেকে পরিত্রান পাবে।

গাজীপুরে দেয়াল ধসে স্বামী-স্ত্রী নিহত