বিনোদন ডেস্ক : বিয়ের পর মালদ্বীপে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। স্বামী গৌতম কিচলুর সঙ্গে হানিমুনে যাওয়ার পর থেকেই একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেছেন কাজল। কখনও গৌতমের সঙ্গে জলের পাশে দাঁড়িয়ে ছবি শেয়ার করেন কাজল, আবার কখনও নিজেই হাসি মুখে দাঁড়ান ক্যামেরার সামনে।
মালদ্বীপে যাওয়ার পর থেকেই অভনেত্রীর একের পর এক ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার জলের নীচে নেমে ফটোশুট করলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী। যেখানে গৌতমের সঙ্গে সাঁতার কেটে বেড়াতে দেখা যায় কাজল আগরওয়ালকে।
মধুচন্দ্রিমায় গিয়ে কাজল আগরওয়াল যে এক্কেবারে অন্যরূপে ভক্তদের সামনে হাজির হয়েছেন,তা বেশ স্পষ্ট হয়ে যাচ্ছে বার বার। নিজের সোশ্যাল হ্যান্ডলেই এবারও নতুন ছবি শেয়ার করেন কজাল আগরওয়াল।
সম্প্রতি মালদ্বীপে গিয়ে জলের নীচে থেকে একটি রিসর্টে বসে ছবি শেয়ার করতে দেখা যায় কাজল আগরওয়ালকে। যেখানে মাছেরা তাঁকে দেখছে না তিনি মাছদের দেখছেন বলে ক্যাপশন দেন অভিনেত্রী। জিনিউজ, ইনস্টাগ্রাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।