জুমবাংলা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমার ধীর গতির কারণে উপকূলীয় এলাকায় এখনও ঘরবাড়িতে পানি রয়েছে। তলিয়ে আছে রাস্তাঘাট ও ফসলের ক্ষেত। খবর ইউএনবি’র।
পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ৫ সেন্টিমিটার ও মহানন্দা নদীতে ২ সেন্টিমিটার পানি কমেছে। শনিবার সকালে পদ্মা নদীর পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার ও মহানন্দার পানি ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু জানান, দুদিন থেকে পদ্মায় পানি কমছে। তবে অত্যন্ত ধীর গতিতে পানি কমছে। তার ইউনিয়নের ৪টি ওয়ার্ডের সব বাড়ি ঘর ও রাস্তা এখনও বন্যার পানিতে ডুবে আছে।
এভাবে পানি কমলে বাড়ি ঘর ও রাস্তাঘাট থেকে বন্যার পানি নামতে এক সপ্তাহ লাগতে পারে বলে আশা করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।