স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বুঝি একেই বলে। এক ওভারের ঝড়েই পুরো ম্যাচের চিত্র বদলে যেতে পারে যেখানে। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে সেটাই দেখিয়ে দিলো মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ব্যাটসম্যান ইশান কিশান এবং হার্দিক পান্ডিয়া। শেষ ৬ ওভারে এই দু’জন মিলে তুলেছেন ৯২ রান! রীতিমত অবিশ্বাস্য।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামার পর দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। ১৪ ওভারে মুম্বাইর রান ছিল ১০৮, ৪ উইকেট হারিয়ে। ২০ ওভার শেষে সেই রান গিয়ে দাঁড়াল ৫ উইকেট হারিয়ে ২০০।
অর্থ্যাৎ শেষ ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে রান তুললো তারা ৯২টি। শেষ পাঁচ ওভারে ৭৮। ১০ বলে ১৩ রান করে ক্রুনাল পান্ডিয়া আউট হয়ে যাওয়ার পর মাঠে নেমে টর্নেডো গতিতে রান তুলতে থাকেন হার্দিক পান্ডিয়া। মাত্র ১৪ বল খেলে ৩৭ রানে থাকেন অপরাজিত। কোনো বাউন্ডারি নেই, ছক্কার মার মেরেছেন ৫টি।
অন্যদিকে অপর অপরাজিত ব্যাটসম্যান ইশান কিশান ৩০ বল খেলে অপরাজিত থাকেন ৫৫ রানে। ৪টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কা মেরেছেন ৩টি। শেষ পর্যন্ত স্কোর গিয়ে দাঁড়াল ২০০ রানে। দিল্লিকে ফাইনালে যেতে হলে রান করতে হবে ২০১।
এর আগে টস হেরে ব্যাট করতে নামার পর খুব বেশি সুবিধাজনক অবস্থায় ছিল না মুম্বাই ইন্ডিয়ান্স। বর্তমান চ্যাম্পিয়নরা দিল্লির বোলার রচিচন্দ্র অশ্বিনের ঘূর্ণি টোপের মধ্যে পড়ে গেলেন। ৪ ওভার বল করে অশ্বিন ২৯ রান দিয়ে নেন ৩ উইকেট।
২৫ বলে ৪০ রান করেছেন কুইন্টন ডি কক। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কা মেরেছেন তিনি। সবচেয়ে অফ ফর্মে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। গোল্ডেন ডাক মেরেছেন তিনি। অশ্বিনকে মোকাবেলা করতে গিয়ে প্রথম বলেই এলবিডব্লিউর শিকার হলেন। মুম্বাইয়ের আরেক ভরসা কাইরন পোলার্ডও কোনো রান না করে আউট হয়ে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।