জুমবাংলা ডেস্ক : সিরিজ নির্ধারণী ম্যাচে রবিবার (১০ নভেম্বর) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নাগপুরের ভিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এই ম্যাচে দলকে পাশে থেকে সমর্থন দিতে শনিবার (৯ নভেম্বর) দেশ ছেড়ে ভারত যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সভাপতি নাজমুল হাসান পাপন। তবে কলকাতায় তিনি আটকা পড়েন।
বঙ্গপোসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’-্এর কারণে কলকাতায় বিমান ওঠানামা বন্ধ হওয়ায় নাজমুল হাসান পাপনকে বেশ কিছুক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে কলকাতার সব ফ্লাইট শনিবার সন্ধ্যার পর বাতিল হয়ে যায়।
তবে রাতটা কলকাতায় কাটিয়ে রবিবার (১০ নভেম্বর) সকালেই বিসিবি সভাপতি রওনা হচ্ছেন নাগপুরের উদ্দেশ্যে। তবে এক্ষেত্রে তাকে প্রথমে যেতে হবে ভারতের রাজধানী শহর দিল্লিতে। পরে সেখান থেকে নাগপুরের বিমানে চেপে বসবেন। দুপুর নাগাদ যোগ দিতে পারবেন দলের সঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।