স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ বোর্ড পরিচালকের সদস্যপদ বাতিল করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ তথ্য জানায়।
সদস্যপদ বাতিল হওয়া অন্যান্য পরিচালকরা হলেন– ইসমাইল হায়দার মল্লিক, শেখ সোহেল, শফিউল আলম চৌধুরী নাদেল, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, নজীব আহমেদ, মঞ্জুর কাদের ও অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।
এই ১১ জন ছাড়া আরও তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তারা হলেন– এনায়েত হোসেন ও সাবেক দুই অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও নাঈমুর রহমান দুর্জয়।
পাশাপাশি বরিশাল থেকে নির্বাচিত পরিচালক আলমগীর হোসেন মারা যাওয়ায় ক্রিকেট বোর্ডে সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে। এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।