জুমবাংলা ডেস্ক : শিক্ষাগত যোগ্যতায় অসঙ্গতি থাকায় কুয়েতে গ্রেপ্তার লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে এ আদেশ দেন।
গত ৬ জুন কুয়েতের আইন-শৃংখলা বাহিনী মানবপাচার ও অর্থ পাচারের দায়ে আটক করে পাপুলকে। তার সাথে জড়িত কুয়েত সরকারের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। পাপুল কুয়েতের দুই সরকারি কর্মকর্তাকে চেকের মাধ্যমে ১১ লাখ কুয়েতি দিনার এবং নাম প্রকাশ না করা অন্য এক ব্যক্তিকে ১০ লাখ কুয়েতি দিনার দেন। সেই সাথে পাপুলের পরিবারের সদস্যদের বাংলাদেশে ছাড়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।
কুয়েতের গণমাধ্যম আল খাবাসের জানায়, পাপুল ২০ হাজার শ্রমিককে কুয়েতে নিয়েছেন বিভিন্ন কাজের নামে। বিনিময়ে তার আয় ৫ কোটি কুয়েতি দিনার টাকার অঙ্কে ১ হাজার ৩৯৮ কোটি টাকা। আর এ অর্থপাচারের অভিযোগে, তার বিরুদ্ধে হুলিয়া জারি করে কুয়েত পুলিশ। অবশেষে গেল ৬ জুন রাতে তাকে আটক করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।