Advertisement
নিহত বাংলাদেশি হৃদয় হাসান স্থানীয় একটি সুপার মার্কেটের ব্যবস্থাপক ছিলেন।
পুলিশ জানিয়েছে, পাঁচ সশস্ত্র ব্যক্তি সুপার মার্কেটের ভেতরে প্রবেশ করে। তারা সুপার মার্কেটের নিরাপত্তা প্রহরীকে মারধর করে। এ সময় ওই বাংলাদেশি তার কক্ষ থেকে বের হয়ে মার্কেটের ভেতরে প্রবেশ করলে তাকে ছুরিকাঘাত করে হামলাকারীরা।
এ ঘটনায় নিরাপত্তারক্ষীরা এক হামলাকারীকে আটক করেছে। পরে গণধোলাইয়ে সে আহত হয়। তাকে আহত অবস্থায় পুলিশ আটক করেছে। অন্য ডাকাতরা সাধারণ ক্রেতাদের সঙ্গে হুড়োহুড়িতে শপিং মল থেকে পালিয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।