জুমবাংলা ডেস্ক : পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও ডুবুরি দল।
শনিবার (৫ এপ্রিল) সকালে সাতবাড়িয়া ইউনিয়নের কাঞ্চন পার্ক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, পাবনা সদর উপজেলা চরতারাপুর ইউনিয়নের কোলচুরি গ্রামের দুলাল প্রামানিকের ছেলে হৃদয় হোসেন (২৬) এবং আতাইকুলা থানার বনগ্রাম মনিরুজ্জামান মানিকের মেয়ে মৌ খাতুন (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে পদ্মা নদী এলাকায় বেড়াতে যান অনেকই। একপর্যায়ে তারাসহ ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় ওঠেন। নৌকায় থাকা অবস্থায় নদীর মাঝখানে হঠাৎ করে পদ্মা নদীর স্রোতে ডুবে যায়। সবাই সাঁতরে নদী পার হতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ হয়।
এ বিষয়ে পাবনার নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত চন্দ্র দে বলেন, খবর পেয়ে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও ডুবুরিদল গতকাল থেকেই উদ্ধার অভিযান শুরু করে। গতকাল তাদের সন্ধান মেলেনি। আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযানে নামে তারা। সকাল দশটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা। এ ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।