জুমবাংলা ডেস্ক: সাত বছর আগে পাবনায় গার্মেন্টস কর্মীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খবর ইউএনবি’র।
বুধবার সকালে পাবনা জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক ওয়ালিউর রহমান এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পাবনার সুজানগর থানার বনগ্রামের নিজাম উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৪৫) ও তার সহযোগী ঢাকা নবীনগরের মৃত আনোয়ার হোসেনের ছেলে ইকবাল হোসেন (৪৪)। তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানাও করেছেন আদালত।
নিহত কাকলী খাতুন(৩০) রাজবাড়ী জেলার কালুখালী গ্রামের জলিল সরদারের মেয়ে ও ঢাকার একটি গার্মেন্টসের কর্মী ছিল।
আদালতে সরকার পক্ষের আইনজীবী ছিলেন, পাবনা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট খন্দকার আব্দুর রকিব এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট শরিফুল ইসলাম ও এডভোকেট কাজি মকবুল হোসেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১২ সালের ৪ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দিয়ে আসামি ইকবাল ও আজিম ঢাকা থেকে কাকলীকে পাবনার সুজানগরে নিয়ে আসে। রাতে উপজেলার রামজীবনপুর মাঠের একটি নার্সারিতে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।