পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় নাতি রাকিব হোসেনের লাঠির আঘাতে নানি মালেকা বেগম নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাতি রাকিব হোসেনকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার বিকালে উপজেলার রামচন্দ্রপুর চরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। মালেকা বেগম ওই মহল্লার দুলু মণ্ডলের স্ত্রী। নাতি রাকিব হোসেন তার বাড়িতেই থাকতেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব হোসেন পেশায় স্বর্ণ ব্যবসায়ী। তিনি নানার বাড়িতে থেকে ব্যবসা করেন। গতকাল সারা দিন তিনি বাড়ির বাইরে ছিলেন। বিকালে বাড়িতে ফিরে নানির কাছে খাবার চান। খাবার রান্না হতে দেরি হওয়ায় নানির সঙ্গে তার কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে পাশে থাকা লাঠি নিয়ে নারী মালেকা বেগমের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশী ও স্বজনেরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা মালেকা বেগমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে নাতি রাকিব হোসেনকে আটক করা হয়েছে। তবে থানায় এখনও কোনও মামলা হয়নি।
মরদেহ ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই শহিদুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।