Advertisement
পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার দোগাছিতে এই দুর্ঘটনা ঘটে।
মৃত জিসান (৯) ইউনিয়নের ধবকোলা শেখপাড়ার ইয়াকুব মোল্লার ছেলে এবং শাকিব (১০) একই এলাকার রোজদার আলী খোকনের ছেলে।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন আলী জানান, শুক্রবার দুপুরে এলাকার কোনও এক জলাশয় থেকে শিশুরা মাছ ধরে এনে বাড়ির পাশের একটি পুকুরে মাছগুলো পরিষ্কার করছিল। এ সময়ে একজন পা পিছলে পড়ে যায়। অন্যজন তাকে ধরার চেষ্টা করতে গিয়ে সেও পানিতে ডুবে যায়।
তিনি জানান, পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে গ্রামের মসজিদ থেকে মাইকিং করে।
এলাকাবাসী ওই পুকুর থেকে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।