জুমবাংলা ডেস্ক : পাবনার সাঁথিয়া উপজেলায় মহাদেব সরকার (৫২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের বাওইটোলা গ্রামে এ ঘটনা ঘটে। মহাদেব সরকার বাওইটোলা গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, উপজেলার পুন্ডুরিয়া বাজারে সিমেন্টের ব্যবসা রয়েছে মহাদেব সরকারের। তিনি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটের পাশে আসার পর কে বা কারা তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে আসে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মহাদেবের মৃত্যু হয়।
ওসি আরও জানান, অন্ধকার থাকার কারণে দুর্বৃত্তদের দলে কয়জন বা কারা ছিলেন তা কেউ বলতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছায়।
সহকারী পুলিশ সুপার (বেড়া সার্কেল) জিল্লুর রহমান শনিবার রাত সাড়ে ৯টায় জানান, তখন পর্যন্ত তিনিসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে ছিলেন। তবে কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে তার বাড়ির লোকজনও কিছু জানাতে পারেননি। তবে হত্যার কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।