জুমবাংলা ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ওয়েবিনারে বক্তব্য দেন নোবেল বিজয়ী আন্তর্জাতিক পদার্থবিজ্ঞানী উইলিয়াম ডি. ফিলিপস। আমেরিকান এই পদার্থ বিজ্ঞানী ১৯৯৭ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে করোনাকালীন পাবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ ওয়েবিনার বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়। ওয়েবিনার চলে প্রায় ১ ঘণ্টা ধরে।
আন্তর্জাতিক ফিজিক্স ওয়েবিনার সঞ্চালক ছিলেন পাবিপ্রবির প্রক্টর ও পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. প্রীতম কুমার দাস।
প্রক্টর জানান, A new Measure: The Revolutionary Reform of the Metric System বিষয়ে স্পিকার বক্তা হিসেবে বক্তব্য রাখেন উইলিয়াম ডি. ফিলিপস।
প্রক্টর বলেন, করোনাকালীন সরকারের শিক্ষার ক্ষেত্রে যে অবদান তা ধরে রাখতে ও শিক্ষার্থীরা যেন বিজ্ঞানমনস্কতা থেকে দূরে সরে না যায়, সেজন্য ধারাবাহিক ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে। মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে ১০৪তম ওয়েবিনারের আয়োজন করা হয়। এ ওয়েবিনার শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইন শিক্ষা কার্যক্রমে ওয়েবিনারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উইলিয়াম ডি. ফিলিপস ওয়েবিনারে অংশ নিয়ে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে এ আয়োজনে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত এবং গর্বিত।
তিনি পাবিপ্রবির আয়োজকদের ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সময় সম্পর্কে তাদের ধারণার পাশাপাশি সময়কে যেমন গুরুত্ব দিতে হবে তেমনি সময়ের কাজ সময়ে করতে হবে।
তিনি বলেন, ভালো কিছুর জন্য শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নপূরণে কাজ করতে হবে। উইলিয়াম ডি. ফিলিপস বলেন, বিশ্বব্যাপী পদার্থবিজ্ঞানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আকৃষ্ট করতে হবে; তাহলে তাদের কাছে ভালো কিছু পাওয়া যাবে।
প্রায় এক ঘণ্টা ধরে বক্তব্য রাখেন এই নোবেল বিজয়ী বিজ্ঞানী। এ সময় ভারত এবং যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষক-শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে যুক্ত হন। পাবিপ্রবির পদার্থবিজ্ঞানের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের পদার্থের শিক্ষক-শিক্ষার্থীরাও এতে অংশ নেন এবং এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
প্রসঙ্গত, এর আগে পাবিপ্রবির ১০০তম ওয়েবিনারে নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী ড. ডেভিড জে উইনল্যান্ড অংশগ্রহণ করেন। তিনি ২০১২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন। গত ৪ ডিসেম্বর ওই ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।