জুমবাংলা ডেস্ক : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম রোস্তম আলীর উপস্থিতিতে এ ফলাফল প্রকাশ করেন ফল প্রকাশ কমিটি।
গত ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ শহরের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।
পাবিপ্রবির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি শিক্ষাবর্ষে ৯২০টি আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ২৫ হাজার ৭০৫ জন। পরীক্ষায় ‘এ’ ইউনিটে পাসের হার ৩০.০৮ এবং ‘বি’ ইউনিটে পাসের হার ২২.৪৩ শতাংশ।
‘এ’ ইউনিটে পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৭৭.১৫ এবং ‘বি’ ইউনিটে পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৮০.৮৮ শতাংশ। ‘এ’ ইউনিটে ৫১৫টি আসনে আবেদনকারী ছিলেন ১৩ হাজার ৬৭৩ এবং ‘বি’ ইউনিটে ৪০৫টি আসনে আবেদনকারী ছিলেন ১২ হাজার ০৩২ জন। দুপুরে উপাচার্যের দপ্তরে ফল প্রকাশ কমিটি উপাচার্য ড. এম রোস্তম আলীর হাতে ফলাফল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য ড. মো. আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. মো. আনোয়ার খসরু পারভেজ, অতিরিক্তি রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, ড. মো. মুশফিকুর রহমান, মো. সাইফুল ইসলাম ও শেখ রাসেল আল আহমেদ প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ফলাফলসহ ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য পাওয়া যাবে। ফলাফল দেখতে ক্লিক করুন (www.pust.ac.bd) এবং (admission1920.pust.ac.bd)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।