গোপাল হালদার, পটুয়াখালী: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের একটি জাহাজ।
গতকাল মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এ জাহাজটি পায়রা বন্দরের বহিনোঙরে এসে পৌঁছায়। পানামার পতাকাবাহী জাহাজটিকে আজ সকালে অভ্যন্তরীণ নোঙরে আসা হয়েছে। এটি তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ। জাহাজটি ইনার এ্যাংকোরেজে পৌঁছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ হওয়ার পর নতুন করে আবার উৎপাদন শুরু হয়েছে, যা অব্যাহত রাখতে দ্বিতীয় জাহাজ হলো এমভি পাভো।
এর আগে গত ২২ জুন ৪১ হাজার ২৭ টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ এলে ২৫ জুন বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। কয়লা নিয়ে দ্বিতীয় জাহাজ আসায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়বে। আর এতে লোডশেডিং আরও কমবে।
৫ জুন কয়লা সংকটের কারণে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।