জুমবাংলা ডেস্ক : পারমাণবিক বোমায় ব্যবহার করা হয় এমন ম্যাগনেটিক কয়েন বিক্রির কথা বলে দুই ব্যবসায়ীর কাছ থেকে সোয়া ছয় কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। ওই চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—ইউসুফ আলী, খবির চৌকিদার, শামীম, নাসির উদ্দিন আকন ও জসিম গাজী। এঁদের মধ্যে ইউসুফ আলী পেশায় প্রকৌশলী।
গত শনিবার রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তারের পর আজ রবিবার ডিবি পুলিশ আদালতের মাধ্যমে তাঁদের তিন দিন করে রিমান্ডে নিয়েছে।
গুলশান গোয়েন্দা বিভাগের ডিসি মশিউর রহমান গতকাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মধ্যে শামীম ও খবিরকে প্রতারণার দায়ে আগেও গ্রেপ্তার করা হয়েছিল। কারাগার থেকে বেরিয়ে তারা ফের প্রতারণায় নামে। ’
গোয়েন্দা সূত্র জানায়, রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ী মাসুদ করিমের সঙ্গে পরিচয় আরেক ব্যবসায়ী মিন্টুর। মিন্টুকে তাঁর পরিচিত ইঞ্জিনিয়ার ইউসুফ জানান, তাঁদের কাছে ম্যাগনেটিক কয়েন আছে। পারমাণবিক বোমায় ব্যবহার করা হয় এই ম্যাগনেটিক। এই ম্যাগনেটিক কয়েন শত কোটি টাকায় রাশিয়ার কাছে বিক্রি করা যাবে। এ লোভে পড়ে মিন্টু কয়েন কিনতে ১০ মাসে সাড়ে পাঁচ কোটি টাকা দেয় প্রতারকচক্রকে। আর মিন্টুর পরিচিত আরেক ব্যবসায়ী মাসুদ করিম দেন ৭৫ লাখ টাকা।
ডিবি জানায়, ইউসুফ ইঞ্জিনিয়ার হওয়ায় এবং ম্যাগনেটিক কয়েন সম্পর্কে ধারণা থাকায় মাসুদ করিম তাঁর কথা বিশ্বাস করেন। গত ২৮ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে মিন্টুর মাধ্যমে মাসুদ করিম ম্যাগনেট কয়েন কিনতে ওই প্রতারকচক্রকে ৭৫ লাখ টাকা দেন। টাকা দেওয়ার তিন-চার দিন পর ইউসুফ ফোন করে জানান, কয়েক দিনের মধ্যে তাঁদের বরিশাল যেতে হবে।
গত ৩ সেপ্টেম্বর ইউসুফের সঙ্গে মাসুদ বরিশাল যান। সেখানে তাঁরা একটি হোটেলে অবস্থান করেন। ইউসুফ ফোনে ম্যাগনেটিক কয়েন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করার অভিনয় করেন। কিন্তু কথিত ম্যাগনেটিক কয়েন ব্যবসায়ীরা আসছি-আসব বলে কালক্ষেপণ করতে থাকেন।
মাসুদকে হোটেলে রেখে ইউসুফ ৪ সেপ্টেম্বর সকালে ম্যাগনেট ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে গিয়ে আর ফিরে আসেননি। এ পরিস্থিতিতে মাসুদ বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর তিনি রাজধানীতে ফিরে খিলক্ষেত থানায় একটি প্রতারণা মামলা করেন।
গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম রেজাউল হক জানান, গত শনিবার ওই পাঁচ প্রতারককে গ্রেপ্তার করা হয়। এই চক্র কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিল। এবার তাদের ম্যাগনেটিক কয়েন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।