পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট দুর্বার রাজশাহীর!

অনুশীলন বয়কট দুর্বার রাজশাহীর

বিপিএলের ঢাকায় প্রথম পর্ব ও সিলেট পর্ব শেষ হয়েছে। অথচ এখনো পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীতে খেলা দেশি ও বিদেশি ক্রিকেটাররা। যে কারণে চট্টগ্রামে অনুশীলন বয়কট করেছেন দলটির ক্রিকেটাররা।

অনুশীলন বয়কট দুর্বার রাজশাহীর

আজ সকাল ১০টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। নির্ধারিত সময় অনুশীলন শুরু হয়নি। প্রায় এক ঘণ্টা পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি জানায় দিনের অনুশীলন বাতিল করা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের।
তবে পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলন বয়কট করা হয়েছে বলে জানা গেছে। এমনকি ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধের চেক দেওয়া হয়েছিল। ওই চেক বাউন্স করেছে বলেও জানা গেছে। তবে কোচরা নাকি ২৫ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন।

নিয়ম অনুযায়ী, বিপিএল শুরুর সময় খেলোয়াড়দের ৫০ শতাংশ পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা। কিন্তু আর্থিক সংকটের কথা বলে বিপিএলের শুরুতে সব ফ্র্যাঞ্চাইজি ওই পারিশ্রমিক শোধ করেনি। এছাড়া বিসিবি’কে যে জামানত অর্থ দেওয়ার কথা তাও দেয়নি সব দল।

সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএলের ঢাকা পর্বেই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, পারিশ্রমিক সংকট দ্রুতই সমাধান হয়ে যাবে। বিসিবি বিষয়টি দেখভাল করছে বলেও জানান তিনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রাজশাহীর এক ক্রিকেটার জানান, তারা বিসিবি সভাপতির কথায় আশ্বস্ত। পারিশ্রমিক পাওয়ার জন্য কিছুটা সময় তারা দিয়েছেন। কিন্তু এখনো সমাধান হয়নি ওই সমস্যার।