Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পার্কের আড়ালে চলছিল রমরমা দেহ ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। রাতের ওই অভিযানে ৩০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
সম্প্রতি ভারতের হুগলি কানাগরে ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মেরিনায় এ অভিযান চালানো হয়। ওই অভিযানে পর পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে আটক ৩০ জন তরুণ-তরুণীকে চুঁচুড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযানে বেশ কয়েকটি মদের বোতলও উদ্ধার হয়।
পুলিশ আরো জানায়, অনেকদিন ধরেই পার্কটির বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ ছিল। অভিযানে গিয়ে সেই অভিযোগের সত্যতা মিলেছে। তদন্তের স্বার্থে পার্কের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় পার্কের মালিক অভিজিৎ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।