ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিউটি পার্লারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদালতপাড়া এলাকার বউ সাজ বিউটি পার্লারে এ অভিযান পরিচালনা করে নবীনগর থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয় ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি।
আটকরা হলেন—আলমনগর গ্রামের আলাউদ্দিন মিয়ার স্ত্রী সাথী (৪২), করিমশাহ এলাকার আব্দুল সালাম মিয়ার মেয়ে তাশলিমা আক্তার এবং পূর্বপাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে খাদিজা আক্তার।
পার্লারের ম্যানেজার সাথী জানান, বিকেলে এক তরুণী হাইড্রা ফেসিয়ালের কথা বলে এসে একটি ব্যাগ রেখে বাইরে চলে যান। পরে সেই ব্যাগ থেকেই জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।
এদিকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিকেল ৪টার দিকে কালো পোশাক ও মুখে মাস্ক পরা এক তরুণী রিকশা থেকে নেমে পার্লারে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, তার রেখে যাওয়া ব্যাগ থেকেই এসব উদ্ধার হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম জানান, আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। মুখোশ পরিহিত ওই তরুণীসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।