আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বালির একই পরিবারের দুই গৃহবধূ নিখোঁজ রহস্য বের করল পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মুর্শিদাবাদের দুই রাজমিস্ত্রির সঙ্গে পালিয়েছেন অনন্যা কর্মকার ও রিয়া কর্মকার। সঙ্গে নিয়ে গিয়েছেন অনন্যার ৭ বছরের ছেলে আয়ুষকেও। ঘটনা প্রকাশ্যে আসার পরে মুখে কুলুপ এঁটেছেন পরিবারের সদস্যরা।
কীভাবে নিখোঁজ হলেন দুই গৃহবধূ? পরিবারের দাবি, গত ১৫ ডিসেম্বর শ্রীরামপুরে পোশাক কিনতে যাওয়ার নাম করে বালি থানা এলাকার নিশ্চিন্দার সাঁপুইপাড়ার বাসিন্দা দুই গৃহবধূ। ৭ বছরের ছেলে আয়ুষকে সঙ্গে করে নিয়ে যান বড় বউ অনন্যা। কিন্তু রাত গড়ালেও ফেরেননি তাঁরা। এর পর শুরু হয় খোঁজ। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তিন জনের হদিশ পাওয়া যায়নি। এর পর বালি থানার দ্বারস্থ হয় পরিবার।
কীভাবে এগোল তদন্ত? তদন্তে নেমে পুলিশ দুই গৃহবধূর মোবাইল ফোনের নম্বর ট্র্যাক করা শুরু করে। তাতে দেখা যায় ১৫ ডিসেম্বর বিকেলে শ্রীরামপুরেই ছিলেন তাঁরা। তার পর মোবাইল সুইচড অফ হয়ে যায়। এর মধ্যে মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার থেকে ২ জনের মোবাইলের কল লিস্ট জোগাড় করে পুলিশ। তাতে একটি সন্দেহজনক নম্বর পাওয়া যায়। মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার তরফে জানানো হয় সেটি সুভাষ নামে এক ব্যক্তির নম্বর। বাড়ি মুর্শিদাবাদের সুতি থানা এলাকায়।
পরিবারের তরফে জানানো হয়, কয়েক মাস আগে বাড়িতে কাজ করেছিলেন সুভাষ ও শেখর নামে দুই রাজমিস্ত্রি। এর পরই মুর্শিদাবাদে সুভাষের বাড়িতে হানা দেন বালি থানার আধিকারিকরা। কিন্তু সেখানে কারও সন্ধান পাওয়া যায়নি। সুভাষের পরিবারের তরফে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর সেখানেই ছিলেন তাঁরা। পর দিন মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন। আপাতত ২ বধূকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। তারা কোনও পাচারচক্রে পড়েছেন কি না তাও জানার চেষ্টা চলছে। শিশুটি কোথায় রয়েছে তার খোঁজও করছেন গোয়েন্দারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।