রাশিয়া প্রায় অর্ধশত মিসাইল ও ৬শ ড্রোন নিয়ে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে। খারকিভ, ওডেসা ও সুমি অঞ্চল লক্ষ্যবস্তু হয়, এ ঘটনায় তিনজন নিহত ও ৩০-এর বেশি আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাশিয়ার বিমান হামলায় দেশটির নয়টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় প্রধানত খারকিভ, ওডেসা ও সুমি লক্ষ্যবস্তু হয়েছে।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, এই অভিযান চলাকালীন মোট ৬১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মূলত সামরিক ও শিল্প স্থাপনায় লক্ষ্যভ্রষ্ট অস্ত্র ব্যবহার করা হয়েছে।
উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় ইউক্রেনের পাল্টা আক্রমণে রাশিয়ার সামারা অঞ্চলে চারজন নিহত হয়েছেন। সেখানে একটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী সারাতোভ অঞ্চলের আরেকটি তেল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিয়েছে। আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও এখনও পর্যন্ত যুদ্ধের সমাধান হয়নি। এই নতুন হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।