পাল্টা জবাব দেওয়ার হুশিয়ারি হিরো আলমের

হিরো

পাল্টা জবাব দেওয়ার হুশিয়ারি হিরো আলমের

বিনেদন ডেস্ক: অনেক চড়াই উতরাই পেরিয়ে প্রার্থীতা ফিরে পাওয়ার পর গত ১৮ জানুয়ারি একতারা প্রতীক পেয়েছিলেন হিরো আলম। প্রতীক পেয়েই ভোট চাইতে শুরু করেছেন সোসালমিডিয়ার আলোচিত এই মূখ। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শুণ্য হওয়া বগুড়ার-৪ ও ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন তিনি। নিজের একতারা প্রতীক নিয়ে বগুড়ায় রাস্তায় দেখা গেছে আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে। মহুর্তেই প্রাচরের সেই ছবি ভাইরাল হয় ফেসবুকে। অনেকে শুভকামনা জানিয়ছেন, ট্রলও করেছেন কেউ কেউ।

হিরো আলম বলেন, ‘প্রতীক বরাদ্দ শেষে সোমবার থেকে অন্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। হাইকোর্ট থেকে প্রার্থীতা ফিরে পাওয়ায় কাল রিটার্নিং কর্মকর্তার কাছে সিংহ প্রতীক বরাদ্দের আবেদন করবো। প্রতীক পাওয়ার পর বুধবার থেকেই প্রচারণা শুরু করেছি।’

হিরো আলম আরও বলেন, ‘গত নির্বাচনে আমার লোক কম ছিল তাই হামলা করেছিল। এবার আমার কর্মী বাহিনী অনেক বেশি। তাই কেউ হামলা করতে এলে পাল্টা হামলা হবে।’
হিরো
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে হিরো আলমের প্রার্থীতা প্রথমে রিটার্নিং কর্মকর্তার ও পরে নির্বাচন কমিশন বাতিল করলেও ১৭ জানুয়ারি হাইকোর্টের নির্দেশে ফিরে পান । বগুড়ার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে (জেলা প্রশাসক) হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ ও তাকে প্রতীক বরাদ্দ দেওয়ারও নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের একটি তালিকা দাখিল করতে হয়। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা সমর্থনসূচক স্বাক্ষরের তালিকায় গড়মিল পাওয়ায় হিরো আলমের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন হিরো আলম।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসন থেকে দলীয় সিদ্ধান্তে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করেন। যে কারণে আসন দুটিতে আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে ইসি। এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম।

এদিকে, প্রতীক বরাদ্দ দিয়ে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘হিরো আলম অদম্য। তার মানসিক স্পিড দারুণ। তার জন্য শুভ কামনা রইল। নির্বাচন সুষ্ঠু হবে। ‘

মুক্তির আগেই শাহরুখের ছবির রেকর্ড, প্রথম সপ্তাহেই পাঠানের ২শ’ কোটি আয়ের সম্ভাবনা