পাশ্চাত্যের নজর ইউক্রেনে, তবুও ইরান তাদের এক নম্বর টার্গেট : সালামি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি তেহরানে এক অনুষ্ঠানে বলেছেন, ব্যাপক ষড়যন্ত্র সত্বেও শত্রুর মোকাবেলায় সমগ্র মধ্যপ্রাচ্যে সবক্ষেত্রে আমরা শ্রেষ্ঠ ও শক্তিশালী অবস্থানে রয়েছি। খবর পার্সটুডে’র।

হোসেইন সালামি

ইসলামি ইরান শত্রুদের নানামুখী হুমকির মুখে রয়েছে এবং আমরাও বেকার বসে নেই উল্লেখ করে মেজর জেনারেল সালামি আরো বলেছেন, ইউরোপে সাম্প্রতিক গোলযোগপূর্ণ পরিস্থিতি সত্বেও শত্রুরা ইরানকে এক নম্বর টার্গেটে রেখেছে এবং তারা সব ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, সামরিক হুমকি সৃষ্টি ও মনস্তাত্বিক প্রচারণা চালিয়ে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ইরান ভেতর থেকে ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শত্রুর এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।

আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি তার বক্তব্যে মার্কিন নেতৃত্বে পাশ্চাত্যের দেশগুলো এবং পশ্চিম এশিয়ায় তাদের প্রধান মিত্র ইসরাইল ও কয়েকটি আরব দেশের পক্ষ থেকে ইরান ও এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোর বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও চাপ সৃষ্টির কথা উল্লেখ করে বলেছেন, বহু বছর ধরে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং তাদের সমস্ত পরিকল্পনা নস্যাত করে দেয়া হয়েছে।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে সারা বিশ্বের নজর পূর্ব ইউরোপের দিকে নিবদ্ধ থাকলেও ওয়াশিংটন ও মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান ও অন্য প্রতিরোধ সংগঠনগুলো তাদের প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে মেজর জেনারেল হোসেইন সালামি কোন কোন ক্ষেত্রে শত্রুরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তার বিবরণ তুলে ধরেছেন। বিভিন্ন ফ্রন্টে শত্রুর মোকাবেলার কথা উল্লেখ করে তিনি বলেছেন, শত্রুরা জেনারেল সোলাইমানিকে শহীদ করেছে এ আশায় যাতে এ অঞ্চলের প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করে দেয়া যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিরোধ শক্তি তো দুর্বল হয়নি বরং তারা আরো বেগবান হয়েছে এবং শত্রুর সমস্ত ষড়যন্ত্র কার্যত নস্যাত করে দিয়েছে। অন্যদিকে ইরান সামরিক ক্ষেত্রে আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়েছে এবং সমগ্র মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বহুগুণে বেড়েছে।

প্রকৃতপক্ষে, ইরানের শক্তির বড় উৎস হচ্ছে আল্লাহর ওপর নির্ভরতা এবং ইসলামি শাসন ব্যবস্থার প্রতি জনগণের সমর্থন। ইরানের বিমান বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির যাদেহ বলেছেন, বর্তমান বিশ্বের ঘটনাবলীতে প্রমাণিত হয়েছে যে একটি দেশের সম্মান, গৌরব, স্বাধীনতা ও নিরাপত্তা বাইরের কোনো শক্তির ওপর নির্ভরশীল থেকে অর্জন করা যায় না। বরং নিজ দেশের জনগণের সমর্থনের ওপর ভিত্তি করে এসব অর্জন করা যায়। বর্তমান বিশ্বে শক্তি হচ্ছে মূল কথা এবং শক্তি ছাড়া কোনো আগ্রাসন মোকাবেলা করা যায় না।

যাইহোক ইসলামি ইরান নিজস্ব শক্তির ওপর ভর করে চার দশকের বেশি সময় ধরে শত্রুর মোকাবেলা করে আসছে এবং এখন পর্যন্ত এ দেশটি কারো কাছে মাথা নত করেনি।