বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: যদি আপনার পাসওয়ার্ড জাতীয় স্ক্রিনলক ছাড়াই কখনও ফোন আনলক করার প্রয়োজন হয়, তখন কী করবেন? এমন পরিস্থিতিতে আপনি মোবাইলের দোকান বা সার্ভিস সেন্টারে গিয়ে ফোনের লক খোলার চেষ্টা করবেন। যার জন্য আপনাকে মোটা টাকা খরচও করতে হবে। এই উপায়গুলির সাহায্যে আপনি কয়েক মিনিটেই বাড়িতে বসেই আপনার ফোনের লক খুলে নিতে পারবেন।
smartphone unlock without password: সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে বালিশ মাথায় চোখ বোজা অবধি সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা হল মোবাইল। আর এই স্মার্টফোনের যুগে আট থেকে আশি, সকলেই কমবেশি নিমগ্ন ওই মুঠোফোনের স্ক্রিনে। সত্যিই স্মার্টফোন আজকাল জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। এখন অনেক ব্যক্তিগত নথি, ফটো, ভিডিও, ব্যাঙ্কিং অ্যাপ, ইমেল আর দরকারি তথ্য থাকে মোবাইলেই। তাই সবাই ফোনে পাসওয়ার্ড রাখে, প্যাটার্ন লক লাগিয়ে রাখে। অনেকের ফোনে আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা ফেস আনলকের ফিচারও রয়েছে।
কিন্তু আপনি যদি Password/Pattern/Pin ভুলে যান, তাহলে দরকারের সময় ফোন ব্যবহার করতে পারবেন না। যদি আপনার পাসওয়ার্ড জাতীয় স্ক্রিনলক ছাড়াই কখনও ফোন আনলক করার প্রয়োজন হয়, তখন কী করবেন? এমন পরিস্থিতিতে আপনি মোবাইলের দোকান বা সার্ভিস সেন্টারে গিয়ে ফোনের লক খোলার চেষ্টা করবেন।
যার জন্য আপনাকে মোটা টাকা খরচও করতে হবে। তবে সেটা যদি বাড়ি বসে নিজেই করতে পারেন, তাহলে কেমন হয়? এই উপায়গুলির সাহায্যে আপনি কয়েক মিনিটেই বাড়িতে বসেই আপনার ফোনের লক খুলে নিতে পারবেন।
প্রথমেই জানানো প্রয়োজন যে, অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন থাকা প্রয়োজন। যদিও নতুন ফোন প্রথম বার খুললেই Google অ্যাকাউন্টে কানেক্ট করাতেই হয়। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে, আপনি আপনার সেট করা পাসওয়ার্ড বা প্যাটার্ন জাতীয় স্ক্রিনলক ছাড়াই ফোন আনলক করতে পারবেন। বারবার চেষ্টা করেও ব্যর্থ হলে স্ক্রিনে উপস্থিত Forgot Pattern/Password ক্লিক করবেন।
তারপর সেখানে ক্লিক করে লগইন করবেন ফোনের সঙ্গে সেট থাকা গুগল অ্যাকাউন্টে। এই সময় ফোনে যেন অবশ্যই ইন্টারনেট অন থাকে। এতে ফোন আনলক হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করার অপশন থেকে আপনি আবার সেটি নিজের মতো বদলে নিতে পারবেন।
আরেকটি উপায়ও আছে। পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন ছাড়াও অ্যান্ড্রয়েড ফোন আনলক করতে চাইলে আপনি অন্য একটি স্মার্টফোন থেকে Google Find My Device অ্যাপের ওয়েবসাইট ব্যবহার করে দেখতে পারেন। ওয়েবসাইটটি খুলে আপনি যে মোবাইলটি আনলক করবেন, তাতে কানেক্ট থাকা Gmail আইডি দিয়ে লগইন করতে হবে।
তারপর গুগল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা স্মার্টফোনগুলির নামের তালিকা দেখতে পাবেন। একটি ফোনে থাকলে একটি নামই দেখাবে। আপনি নির্দিষ্ট স্মার্টফোনে ট্যাপ করলেই আরও একটি উইন্ডো খুলবে। ওখানে একটি অস্থায়ী কোড লিখতে হবে এবং উপরে থাকা থ্রি ডট আইকন থেকে লক বাটনে ক্লিক করতে হবে। তারপরই শেষ ধাপ। লক থাকা ফোনে ওই একই কোড দিয়ে সিলেক্ট করুন। আপনার লক হয়ে থাকা স্মার্টফোনের স্ক্রিন আনলক হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।