বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সারাবিশ্বে সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড হ্যাকাররা চুরি করে নিয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। হ্যাকারদের দখলে চলে গিয়েছিল এই সাড়ে ২২ কোটি পাসওয়ার্ড।
এনসিএ জানিয়েছে, ক্লাউড স্টোরেজ থেকে পাসওয়ার্ডগুলো হাতিয়ে নিয়েছিল হ্যাকাররা। তবে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া পাসওয়ার্ডগুলো ‘হ্যাভ আই বিন পনড’ ডেটাবেসে মজুত করা হয়েছে।
‘হ্যাভ আই বিন পনড’ মূলত একটি ওয়েবসাইট। যার মাধ্যমে কোনো মেইল আইডি বা ফোন নম্বর ইনপুট করার সঙ্গে সঙ্গে বোঝা যাবে ওই মেইল আইডিটি চুরি হয়েছিল কিনা। তাদের ডেটাবেসে প্রায় ৬১ দশমিক ৩ কোটি চুরি হওয়া মেইল আইডি রয়েছে।
জানা গেছে, কয়েকদিন আগে এনসিএ’র পক্ষ থেকে তদন্ত করা হয়েছে। সেখানেই জানা গেছে প্রচুর মেইল আইডি এবং পাসওয়ার্ড চুরি হয়েছিল। এবং একটি ক্লাউড স্টোরেজ থেকে ওই ক্রেডিনশিয়াল চুরি হয়। যদিও কোন সংস্থার ক্লাউড স্টোরেজ থেকে সেগুলো খোয়া গেছে তা জানা যায়নি।
নিজের গুরুত্বপূর্ণ তথ্যের কথা ভেবে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে আমরা মাঝেমধ্যেই তা পরিবর্তন করে থাকি। ব্যাংক এবং বিভিন্ন আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানগুলোও নিজেদের গ্রাহকদের পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দিয়ে থাকে। তবে এসবের কেনাটাই আপনাকে নিশ্চিন্ত সুরক্ষা দিতে পারে না। কারণ আজকের এই অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন দুনিয়ায় পাসওয়ার্ড ভাঙা বা চুরি করা খুব একটা কঠিন কাজ নয়। আমরা যতই ভাবি যে কঠিন কোনো পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টকে নিরাপদ রাখব, আদতে হ্যাকাররা সেই তালা খোলার চাবিটা ঠিক খুঁজে বের করে নেয়।
কীভাবে নিশ্চিত হবেন আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে নাকি হয়নি? এটা জানার জন্য ‘হ্যাভ আই বিন পনড’ ওয়েবসাইটে যেতে হবে। সেখানে লগ ইন করার প্রয়োজন নেই গ্রাহকদের। কোনো মেইল আইডির পাসওয়ার্ড চুরি গিয়েছে কিনা তা পরীক্ষা করে দেখার জন্য ওই ওয়েবসাইটে গিয়ে ‘পাসওয়ার্ড’ লেখা ট্যাবে ক্লিক করতে হবে। সেখানে নিজের পাসওয়ার্ড দিতেই ওয়েবসাইট থেকে বার্তা দেওয়া হবে সেটি হ্যাক হয়েছে কিনা।
এনসিএ বলেছে, ‘হ্যাভ আই বিন পনড’ ওয়েবসাইটটি নিরাপদ। সেখানে নিজের পাসওয়ার্ড দিয়ে পরীক্ষা করলে যদি জানা যায় সেটি চুরি গিয়েছে তা হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট পাসওয়ার্ড বদলে ফেলতে হবে।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।