বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পাসওয়ার্ড ম্যানেজার উন্নয়নের অংশ হিসেবে নোটস ফিচার যুক্ত করতে যাচ্ছে গুগল। অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে ওয়েবসাইট ও বিভিন্ন অ্যাপে ব্যবহূত পাসওয়ার্ড সংরক্ষণে ক্রোম ব্রাউজারে পাসওয়ার্ড ম্যানেজার সেবা দিয়ে আসছিল গুগল। খবর গ্যাজেটসনাউ।
নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ম্যানেজারে সেভ করা পাসওয়ার্ডের সঙ্গে নোট যুক্ত করতে পারবেন। বর্তমানে কতিপয় ব্যবহারকারীর জন্য ফিচারটির পরীক্ষা চালাচ্ছে গুগল। ফলে সবার জন্য এটি এখনো উন্মুক্ত করা হয়নি। রেডিটের এক ব্যবহারকারী প্রথম ফিচারটির বিষয়ে জানতে পারেন।
ব্যবহারকারী যখন বিদ্যমান কোনো পাসওয়ার্ড পরিবর্তন করবেন বা প্রথমবারের মতো যুক্ত করতে যাবেন তখন ফিচারটি ব্যবহার করা যাবে। ব্যবহারকারী একবার যে অ্যাকাউন্ট যুক্ত করেছেন, সেটিতে নতুন কিছু যোগ করার ক্ষেত্রে সুবিধা দেবে। নোটে নিরাপত্তার জন্য নির্ধারিত প্রশ্ন, ছোট তথ্য থাকতে পারে। বিশেষ করে অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্যপ্রাপ্তিতে এ ফিচার সহায়তা করবে।
বর্তমানে ক্রোমের সর্বশেষ ক্যানারি রিলিজের জন্য ফিচার সীমিত রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট ও প্রযুক্তিবিদদের আশা পরবর্তী আপডেটের মাধ্যমে ফিচারটি স্ট্যাবল ভার্সনে নিয়ে আসা হবে। নোট যুক্ত করার ফিচারটি ক্রোমের ১০১তম ভার্সন উন্মোচনের সঙ্গে সম্পর্কিত। সে অনুযায়ী আগামী এপ্রিল বা মে মাসে এটি ব্যবহারকারীদের জন্য চালু করা হতে পারে। তবে ক্যানারি ফিচার হওয়ায় ফিচারটির উন্মোচনের সময়ে পরিবর্তন আসতে পারে। অন্যান্য পাসওয়ার্ড ম্যানেজার সার্ভিসের জন্য নোট অপ্রচলিত কোনো ফিচার নয়। লাস্টপাস ও ওয়ানপাসওয়ার্ড পাসওয়ার্ড লিপিবদ্ধের জন্য আলাদা জায়গা দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।