হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ডাটা এন্ট্রি অপারেটর লতিফা বেগমসহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় যৌথবাহিনীর এ অভিযান চলে। গ্রেফতাররা হলেন—অফিসের ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, নিরাপত্তাকর্মী উসমান গনি এবং ঝাড়ুদার উমেশ পাল।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না। অভিযানেও মূল হোতারা ধরা না পড়লেও নিয়মিত দুর্নীতিতে জড়িত কয়েকজন ধরা পড়েছেন।
ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম বলেন, “তাদের সাজা দেয়ার বিধান নেই। তাই নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।”
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।