জুমবাংলা ডেস্ক : পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনযোগ্য আবেদনগুলির স্থায়ী ও বর্তমান ঠিকানা সংশ্লিষ্ট এসবি বা ডিএসবি বা সিএসবি হতে সম্পন্ন করা হয়।
উদাহরন-১: যদি কোন ব্যক্তির স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানা ঢাকা মহানগরের অধিভূক্ত হয় তাহলে তার স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানা এসবি, ঢাকা হতে ভেরিফিকেশন হয়।
উদাহরন-২: যদি কোন ব্যক্তির স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানা জামালপুর জেলা অধিভূক্ত হয় তাহলে তার স্থায়ী ও বর্তমান উভয় ঠিকানা জামালপুর ডিএসবি হতে ভেরিফিকেশন হয়।
উদাহরন-৩: যদি কোন ব্যক্তির স্থায়ী ঠিকানা জামালপুর জেলা অধিভূক্ত হয় তাহলে তার স্থায়ী ঠিকানা জামালপুর ডিএসবি হতে এবং বর্তমান ঠিকানা যদি ঢাকা মহানগরের অধিভূক্ত হয় তাহলে তার বর্তমান ঠিকানা এসবি, ঢাকা হতে ভেরিফিকেশন হয়।
আবেদনকারীর আবেদন পাসপোর্ট অফিস হতে স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী ও বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফিকেশনের জন্য অনলাইনে প্রেরণ করা হয়। পাসপোর্ট আবেদনকারীর ভেরিফিকেশন সংক্রান্ত জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে তার ঠিকানা সংশ্লিষ্ট এসবি বা ডিএসবি বা সিএসবিতে যোগাযোগ করা প্রয়োজন।
এমতাবস্থায় আবেদনকারীর স্থায়ী ও বর্তমান ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সংক্রান্তে কোন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে Hello SB অ্যাপসের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট এসবি বা ডিএসবি বা সিএসবি’র নিম্ন বর্ণিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel