শ্রোতাদের বিশেষভাবে নজর কেড়েছেন পাক সংগীতশিল্পী শে গিল। বছর কয়েক আগে কোক স্টুডিও পাকিস্তান থেকে ‘পাসুরি’ রিলিজ হওয়ার পরে খ্যাতির চূড়ায় চলে যান তিনি। তিনি আসলে গায়িকা নয় একজন অর্থনীতিবিদ হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন। কিন্তু এক ‘পাসুরি’ গানেই বদলে যায় তার ক্যারিয়ার।

এই গানটি তাকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দেয়। সম্প্রতি এই শিল্পীর একটি একক গান প্রকাশ পেয়েছে যার নাম ‘ইনসিকিওরিটি’ যা বেশ সাড়া ফেলেছে শ্রোতামহলে। সে থেকে ফের আলোচনায় এসেছেন এই গায়িকা।
ইনসিকিওরিটি গানের প্রজেক্ট চলাকালে গায়িকাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। নিজের কাজ প্রসঙ্গে শে গিল বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান। আমাকে দর্শক-শ্রোতা গ্রহণ করেছেন। ইনসিকিওরিটি প্রজেক্ট প্রসঙ্গে বলব, আমি পুরো জুন মাস ঘুমাইনি মিউজিক ভিডিও নিয়ে খুব চাপে ছিলাম। আমি সবকিছুর খুঁটিনাটি দেখতাম। দিনে হয়তো দু-তিন ঘণ্টা ঘুমাতাম।’
শে গিল ১৯৯৯ সালের ২২ জানুয়ারি লাহোরে একটি পাঞ্জাবি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন, যেখানে তিনি বেড়ে ওঠেন। তিনি ফরমান ক্রিশ্চিয়ান কলেজের ছাত্রী ছিলেন। শে গিল ২০১৯ সালে ইনস্টাগ্রামে একজন কভার-আর্টিস্ট হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। কোক স্টুডিওতে আলী শেঠির সাথে তার পাঞ্জাবি-উর্দু প্রথম দ্বৈত সঙ্গীত ‘পাসুরি’ প্রকাশ করার আগে তিনি মূলত ইনস্টাগ্রামে কভার গান পোস্ট করতেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



