Advertisement
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে এক ইউপিডিএফ কর্মী খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নের চৌদ্দইপাড়া এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো পার্বত্য অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত ব্যক্তির নাম অর্জুন চাকমা (৩৮)।
এ প্রসঙ্গে আলাপকালে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ভূঁইয়া বলেন, সকালে হত্যাকাণ্ডের খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সেখান থেকে গিয়ে নিহতের মরদেহ উদ্বার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।