পায়ে ‘শিং’, জেনে নিন রহস্য

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ দেখা গেল রাস্তায় সিংওয়ালা পা দেখখে চমকে যাওয়ারই কথা। মনে হতেই পারে কোনও কোনও মানুষের মাথায় শিং গজায়, এঁর হয়তো শারীরিক কারণে পায়ে শিং গজিয়েছে।না ঠিক শিং নয়। কিন্তু শিঙের মতোই দেখতে।

কানাডার রাস্তায় এমন পা দেখা গিয়েছে বটে। কিন্তু আসল ব্যাপারটি হল, এটি শিংওয়ালা পা নয়। এটি আসলে এক ধরনের জুতো। হ্যাঁ, মহিলাদের জন্য ‘হিল তোলা’ জুতো এমন ভাবেই বানানো হয়েছে। নতুন ফ্যাশন আর কী!

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, একদম ত্বকের রঙে তৈরি এই জুতোটির ডিজাইন করেছে একটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ফেসাল ম্যাটার। শুধু ত্বকের রঙেই নয়, এই ‘হিল তোলা’ জুতোর বাইরের অংশটি পুরো পায়ের মতোই। পায়ের যেমন ভাঁজ, খসখসে ব্যাপার থাকে, সেটিও ফুটিয়ে তোলা হয়েছে এমন অভিনব জুতোর ডিজাইনে। শিং বলে যেটিকে ভুল করা হচ্ছে তা হচ্ছে আসলে গোড়ালির নীচের অংশটি।

এক জোড়া জুতোর দাম পড়ছে ১০ হাজার ডলার। মডেলদের দিয়ে সেই জুতোর ফোটোশ্যুটও হয়ে গেছে। প্রথমে ফোটোশপ করে জুতোর ডিজাইন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল কোম্পানিটি। তার করে হানাহ রোস ডাল্টন ও স্টিভেন রাজ ভাস্করন এই ডিজাইনটি থেকে জুতো তৈরি করেন।

জুতোটি যিনি পরবেন, তাঁর ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে সিলিকন দিয়ে তৈরি করা হয়। যদি পায়ে কোন তিলও থাকে, সেটিও ডিজাইনের অঙ্গ হয়ে যায়। কিন্তু অনেক সমালোচকই এই জুতোকে ‘বিরক্তিকর’ বলছেন। কেউ আবার বলছেন ‘ভয়ঙ্কর’।

কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে। তার পরে অনেকেই এই জুতোর ছবি দেখে ‘শিল্পকর্মের’ খুব প্রশংসা করেছেন।