স্বৈরতন্ত্রের উত্থান ঠেকাতে ‘প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি’র বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে। তাই গতানুগতিক নির্বাচনের মাধ্যমেই স্বৈরতন্ত্র মাথাচাড়া দিতে পারে।”
শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে এক গণসমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি।
পিআর পদ্ধতি ছাড়া ইসলামী আন্দোলন নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে রেজাউল করীম বলেন, “আমরা নির্বাচনের প্রস্তুতি আগে থেকেই করে রেখেছি। দেশের কল্যাণের জন্য আমরা পিআর পদ্ধতি নিয়েই দাবি জানাচ্ছি। আগের পদ্ধতির নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য, পেশিশক্তির ব্যবহার ও জানের ঝুঁকি থেকে যায়। ফলে সাধারণ মানুষ ভোট দিতে পারে না। এ অবস্থায় আমাদের কর্মীদের জানের ঝুঁকি নিয়ে মাঠে নামানো হবে কিনা, তা আমরা পর্যবেক্ষণ করছি।”
চরমোনাই পীর আরও জানান, পরিস্থিতি অনুকূলে এলে ইসলামী আন্দোলনের কর্মীরা নির্বাচনী মাঠে সক্রিয় হবেন। তবে সহিংস পরিবেশে অংশগ্রহণ নিয়ে দলের ভেতরে শঙ্কা রয়ে গেছে।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল কায়েস, উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর ও উপজেলা সেক্রেটারি মো. মিজানুর রহমান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।