সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “এ দেশের মানুষ পিআর পদ্ধতির কিছুই জানে না। এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। বাংলাদেশের মানুষ তাদের নেতা সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করতে চায়। একজনকে ভোট দিয়ে আরেকজন নেতা হওয়ার পদ্ধতি জনগণ কখনোই মেনে নেবে না।”
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গোলাপগঞ্জে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ পরবর্তী গণমিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, “গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চনার শিকার। সরকারি সম্পদ লুটপাট, অবকাঠামোগত বৈষম্য ও অনিয়মের কারণে এই অঞ্চলে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থান চরম অবহেলার শিকার হয়েছে।”
স্থানীয় উন্নয়ন ভিশন তুলে ধরে এমরান আহমদ বলেন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পায়ন ও প্রবাসী নির্ভর অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে সম্ভাবনাময় অঞ্চলে পরিণত করাই তার লক্ষ্য।
তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু ক্ষমতার রূপরেখা নয়, বরং রাষ্ট্র সংস্কার ও জনগণের মুক্তির অঙ্গীকার। “এ কর্মসূচিই বাংলাদেশের জনগণের মুক্তির সনদ।”
গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জলের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্না নার্জিস, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ–মানবাধিকার সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
গভীর রাতে ভিসির বাসভবন ছাড়লেন শিক্ষার্থীরা, আজ সিন্ডিকেট সভা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।