পিএসএলেও অবিক্রিত তাসকিন

পিএসএলেও অবিক্রিত তাসকিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একাধিক আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে অফার পেলেও বিসিবির আপত্তিতে খেলা হয়নি তাসকিন আহমেদের। তবে এবারের আসরের আগে এই পেসার নাম দিয়েছিলেন নিলামে। তবে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি। আইপিএলের পর এবার পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) অবিক্রিত থেকেছেন এই ডানহাতি পেসার।

পিএসএলেও অবিক্রিত তাসকিন

তাসকিন আহমেদ নাম দিয়েছিলেন ডায়মন্ড ক্যাটাগরিতে। কিন্তু সেখান থেকে তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। যদিও সম্প্রতি বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন এই পেসার। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) রীতিমতো আগুন ঝরাচ্ছেন তিনি।

প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও দল পাননি। এই দুই ক্রিকেটারই আইপিএলেও নাম দিয়েছিলেন। সেই লিগেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

তাসকিন-মুস্তাফিজরা দল না পেলেও বাংলাদেশ থেকে দল পেয়েছেন ৩ ক্রিকেটার। সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার।

রিশাদ ছাড়াও দল পেয়েছেন নাহিদ রানা ও লিটন দাস। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।

সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। তার পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও বিপিএলে গত দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। যা পিএসএলে তাকে দল পেতে সাহায্য করেছে।

হাসিনা ও তার ছেলে যুক্তরাষ্ট্র এবং বৃটেনে পাচার করেছেন ৩০০ মিলিয়ন ডলার : এফবিআই

পাকিস্তানের লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি এখানে নাম দিয়েছিলেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশের ছিলেন ৩৯ ক্রিকেটার। সেখান থেকে দল পেলেন মাত্র ৩ জন।