আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে। চাকরির বাজার ভয়াবহ রকমের মন্দা। গত বছরের শুরু থেকে বিশ্বব্যাপি করোনার প্রভাব বেড়ে যাওয়ার পর থেকেই ক্ষতিগ্রস্থ হয় বিশ্বের অনেক নামিদামি কোম্পানি। এতে করোনা পরবর্তী পরিস্থিতিতে অবস্থা যে আরো কঠিন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ভারতের মধ্যপ্রদেশে একটি চাকরির বিজ্ঞপ্তি দেয়ার পর তা আরেকবার প্রকটভাবে ফুটে ওঠেছে। পিয়ন-গাড়িচালকের মতো পোস্টের জন্য আবেদন করেছেন পিএইচডি ডিগ্রিধারী লোকেরাও! খবর এনডিটিভির।
ভারতীয় ওই গণমাধ্যমের খবরে বলা হয়, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সম্প্রতি পিওন, গাড়িচালক ও নিরাপত্তারক্ষী পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। তিনটি পোস্ট মিলিয়ে শূন্যপদ ছিল মাত্র ১৫টি। গত শনিবার ও রোববার সেই পদে আবেদন ও পরীক্ষা দিতে ভিড় জমান হাজার হাজার চাকরিপ্রার্থী। মধ্যপ্রদেশ ছাড়াও পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ থেকে অনেকে সেখানে চাকরির পরীক্ষা দিতে যান।
জানা গেছে, ১৫টি শূন্যপদের বিপরীতে আবেদন জমা দিয়েছেন প্রায় ১১ হাজার প্রার্থী। পিওন পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল দশম শ্রেণি পাস। কিন্তু তাতে আবেদন করেছেন স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, এমবিএ, ইঞ্জিনিয়ারিং পাস, এমনকি আইন পাস ও বিচারক পদে নিয়োগ হওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিরাও।
চাকরির পরীক্ষার জন্য লাইনে দাঁড়ানো এক যুবক জানান, বিজ্ঞানে স্নাতক হয়েও তিনি পিওন পদের জন্য আবেদন করেছেন। পিএইচডি ডিগ্রি রয়েছে এমন অনেককেও এ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আইন বিভাগ থেকে পাস করা এক যুবক আবেদন করেছেন গাড়িচালকের পদে। আশা করছেন কিছুদিনের মধ্যে তিনি বিচারক হওয়ার পরীক্ষায়ও অংশ নেবেন। বাস্তবতার কথা তুলে ধরে তিনি বলেন, মাঝে মধ্যে অর্থ সংকট এত বেড়ে যায় যে, বই কেনার টাকাও থাকে না। ভাবলাম, এখানে চাকরি পেয়ে গেলে অর্থ সংকট যদি কিছুটা দূর হয়।
কিছুদিন আগে মধ্যপ্রদেশে ফুটপথে দোকান চালু নিয়ে একটি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ১৫ লাখ আবেদন জমা পড়ে। এর মধ্যে ৯৯ হাজার আবেদন গৃহীত হয়। জানা গেছে, আবেদনকারীদের ৯০ শতাংশই ছিলেন স্নাতক পাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।