
জুমবাংলা ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় মোর্শেদ আলম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
Advertisement
মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর হাসেম রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদ আলমের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে যাত্রাবাড়ীর হাসেম রোডে পিকআপভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী আলম। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ মেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তাস্তর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


